Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক : প্রতিভা প্রি—ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ মার্চ শনিবার খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জাতীয়  সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা  উত্তোলনের  মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোতিা ২০২৪ এর  শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ। উদ্বোধক অতিথি ছিলেন গভ. ল্যাবরেটরি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও লেখক সন্তোষ কুমার ঢালী । বিশেষ অতিথি ছিলেন গভ.ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের(মিজান) সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক মেহেদী হাসান.সিনিয়র শিক্ষক আব্দুস সাদেক, সিনিয়র শিক্ষক শারমিন স্মৃতি, মাহফুজুর রহমান, আক্তারুজ্জামান, আনিছুর রহমান, শুভাস চন্দ্র মন্ডল, কবির হোসেন, তুষার হালদার, টুটুল দত্ত, সাইফুল ইসলাম,  এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তামমিনা খাতুন, আছমা আক্তার, কবির হোসেন, তুষার হালদার, ময়না খাতুন, লুনা, আসমা. ফারজানা আক্তরসহ বিদ্যালয়ের শিক্ষক—কর্মকর্তাগণ। সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয় এবং সাড়ে ৯টায় শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা  উপভোগ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র—ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big