সভাপতি গালিব ও সাধারণ বরকত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক ঃ রামপাল মংলা ব্লাড ব্যাংকের ২০২৪—২৫ সেশনের কমিটি সম্পন্ন হয়েছে কমিটিতে সভাপতি মোহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব ও সাধারণ সম্পাদক মোঃ বরকত উল্লাহ নির্বাচিত হয়েছেন। গতকাল রামপাল উপজেলার ভাগা লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল এ অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন মংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার ও প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকেন আল—আরাফা হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্ণধার মোঃ জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মোড়েলগঞ্জ শাখার একাউন্টেন্ট অফিসার মোহাম্মদ আল—আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ সাইফুল ইসলাম। লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু হুসাইন রুবেল। প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল—মোংলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খালিদ হাসান নোমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ হাসিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বিল্লাল হুসাইন, মোঃ তায়েব আলী, মোহাম্মদ রিয়াদ, হাফেজ মিরাজুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল্লাহ, মোঃ ইমন শেখ, মোহাম্মদ মুন্না, মোসাম্মাদ জান্নাতুল ফেরদাউস (তন্নি) ও আফরোজা মিম, আরো উপস্থিত থাকেন মোহাম্মদ ইমন, আরাফাত সবুজ, মোঃ আল আমিন, মোঃ বাকি বিল্লাহ।উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ রামপাল মংলার সকল সামাজিক অবোকাঠামোর সার্বিক উন্নয়ন করবেন বলে আশস্ত করেন এবং ব্লাড ব্যাংক এর অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ