Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন



নিজস্ব প্রতিবেদকঃ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। আশা করছি নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মতবিনিময় সভায় খুলনা ৪ আসনের রুপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন খান এ—সব কথা বলেন।এছাড়া জুম্মার নামাজ শেষে মসজিদে মুসাল্লিদের সাথে ও তিনি মতবিনিময় করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন এবার নির্বাচনে একজন খোদাভিরু সৎ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানান, তিনি বলেন, নির্বাচনে যেন পেশি শক্তির প্রভার না থাকে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটারার ঈদ ও উৎসবের আনন্দ হিসাবে গ্রহণ করতে উন্মুখ হয়ে আছে। এই উৎসবকে যেন জলাঞ্জলি না দেওয়া হয় এ ব্যাপারে প্রশাসনে প্রতি আহবান জানাই। তিনি খুলনার ৪ আসনের ভোটরা সহ সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত এলাকা উপহার দিতে পারবেন বলে তিনি আশা করেন , এছাড়া তার নির্বাচনি এলাকাকে আদর্শ মডেল এলাকা গড়ে তুলতে চান, এছাড়া ভ’মিহীনদের জন্য সরকারের যে সকল খাস জমি আছে সে জমি যাহাতে তাদের ভিতর সমবন্টন করে দেওয়ার ব্যবস্থা করবেন বলেও উল্লেখ করেন। এ নির্বাচনে ইসলামি ঐক্যজোট একটি গনজাগরন সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন নির্বাচনে যদি কালো টাকা ছড়াছড়ি না হয় এবং দিনের ভোট দিনে হলে আমরা বিপুল ভোটে জয়ি হবো। ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও তিনি জানান। মজুদদার ও সিন্ডিকেট এর কারনে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন এর সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big