নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১ টি হোন্ডা সিভি হর্নেট মটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং— খুলনা মেট্রো —ল—১৩—০২৫০ মোটরসাইকেলটি চুরি হয়। চুরি হওয়ার মাত্র ৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার পুর্বক প্রকৃত মালিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেহেদী আল মাহমুদ এর কাছে বুঝিয়ে দিয়েছে খানজাহান আলী থানা পুলিশ । গতকাল বেলা দেড়টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেহেদী তার মটর সাইকেলটি রেখে কিছুক্ষনপর এসে দেখে তার মটরসাইকেলটি নেই। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে কেএমপি কন্ট্রোলরুম বেতারযন্ত্রের মাধ্যমে সকল থানা ও ফাঁড়িকে তাৎক্ষণিক অবহিত করে। এর পরই খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল হুদা নাঈম সঙ্গীয় ফোর্স হেলাল উদ্দিন ও মোটরসাইকেলের মালিকসহ খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি খানজাহান আলী থানাধীন রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় তা উদ্ধার করে মোটসাইকেলটির প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করে।
0 মন্তব্যসমূহ