নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চলমান হরতার ও অবরোধ কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী খানজাহান আলী থানা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও ঘরে ঘরে তল্লাশী চালিয়ে হয়রানির অভিযোগ তুলে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা । বিএনপি নেতাদের দাবি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মিথ্যা মামলায় নামভুক্ত নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করছে সরকার। একতরফা নির্বাচন ও বিরোধীদলের আন্দোলন বানচাল করতেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও ঘরে ঘরে তল্লাশীর নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে। এর মধ্যে খানজাহান আলী থানার অন্যতম যুবদল নেতা শাহারিয়ার খান মাসুম এর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কেসিসি ২ নং ওয়ার্ড এর তার নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে খুজতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে কয়েকদফা খারাপ ব্যবহার করা হয়েছে। যুবদল নেতা শাহারীয়ার খান মাসুম খান বলেন বিএনপি করাটাই আমার অপরাধ , দলের সিদ্ধান্ত অনুযায়ি কর্মসূচি পালন করছে সেটা আরো বড় অপরাধ যার কারনে আমাকে এবং আমার আমাকে খোজার নামে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে গিয়ে পরিবার এর সদস্যদের সাথে খুবই খারাপ আচরন করছে। তিনি বলেন অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও ঘরে ঘরে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি খুলনা সহ খানজাহান আলী থানা এলাকাতে এইসব রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতার বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি ।
0 মন্তব্যসমূহ