মোঃ ইকরামুল হক রাজিব
খুলনা- মোংলা মহাসড়কের রামপাল মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর ) বেলা ২টার দিকে খুলনা- মোংলা মহাসড়কের রনসেন মাছের আড়ৎ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি । অপর নিহত মোটরসাইকেল যাত্রী মোঃ হারুন-অর- রশীদ (২৭) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ওসি আশরাফুল আলম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার এর অজ্ঞাতনামা চালক খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী মহাসড়কের রামপাল থানাধীন রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর প্লেট বিহীন প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদকে গুরত্বর জখম অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম
0 মন্তব্যসমূহ