Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই রূপসায় নগর সভাপতি -পলাশ




 রূপসা প্রতিনিধিঃ রূপসায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগর যুবলীগের সভাপতি  মোঃ সফিকুর রহমান পলাশ বলেন
সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে  রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের সমুচিত জবাব দিতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪-আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ গত ২৪ অক্টোবর দিনব্যাপী  রূপসা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ভক্তদের সাথে মতবিনিময় ও ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ কালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, জেলা আওয়ামী লীগের সদস্য অমিয় অধিকারী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, রূপসা পূজা পরিষদ সভাপতি শক্তি পদ বসু, সাঃ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, আওয়ামী লীগ নেতা গোপন চন্দ্র মন্ডল, আলমগীর মল্লিক, শিপন ধর, প্যানেল চেয়ারম্যান কামরুল সরদার, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, ব্রজেন দাস, মোল্লা কামরুল ইসলাম, জামাল ফকির, নাজমুল ইসলাম শিমুল, আনিসুর রহমান মাসুম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃ আজাদ কালাম, সুব্রত বাকচি, রতন মন্ডল, আলাইপুর বাজার মন্দির সভাপতি অশোক কর্মকার, সাঃ সম্পাদক দুলাল নন্দি, ডোবা পশ্চিমপাড়া মন্দির সভাপতি নিখিল মল্লিক, সাঃসম্পাদক বরুন দাস, গোয়াড়া উত্তর পাড়া মন্দির সভাপতি মিহির মুখার্জি, সাঃ সম্পাদক সৌমেন সরকার, শিয়ালী পূর্ব পাড়া মন্দির সভাপতি নিপুল ধর, সাঃ সম্পাদক বিপ্লব বৈরাগী, জিয়াউল আহসান লিপন, হাসান আলী, নাঈম শেখ, আরিফ মোল্লা, সারাফাত হোসেন উজ্জল, মনির শেখ, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত,  মুক্তাজুর ইসলাম সোহাগ, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুপম দাস, রাহাত বাপ্পি, আহাদ কালু, নাহিদ হাসান সোহেল, আঃ আজিজ, শাহাবুদ্দিন খান শুভ,  সহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big