নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে খুলনা জেলার বটিয়াঘাটা ও তেরখাদায় অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে এদের বিভিন্ন জয়গায় অভিযান চালিয়ে আটক করেছে বলে দলীয় সুত্র জানিয়েছে। আটককৃতদের মধ্যে তেরখাদা উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা হুমায়ুন কবির, বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার আলম বাপ্পি, রুপসা থানা ছাএদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন , বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া, ডুমুরিয়া উপজেলার মাগুরঘুনা ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, ফুলতলা উপজেলার ৩ নং ওয়ার্ড বি এন পির সহ সভাপতি মোঃ জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুব দল সদস্য আব্দুল্লাহ খান। অন্য ৩জন বটিয়াঘাটা উপজেলার তাদের নাম এখনো পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল ব্যাক্তিসাথে যোগাযোগ করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ