নানা চড়াই উৎড়াই পেরিয়ে একজন মানবিক ও কর্মীবান্ধব নেতা হিসেবে গড়ে উঠেছে খুলনা-৪ আসনে নৌকার মনোয়ন প্রত্যাশী সাবেক সফল ছাত্রনেতা ও খুলনা মহনগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ ভাই। দীর্ঘ ৩৩ বছরের রাজনীতির জীবনটা শুরু করেছেন জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণের মধ্য দিয়ে। দেশের যেকোন জনদুর্ভোগ কিংবা মানবিক বিপর্যয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে ছুটে চলা একজন মানবিক মানুষ তিনি।
ছাত্রজীবন থেকেই অসহায় বিপর্যস্ত মানুষের সেবায় নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনন্য নজির তিনি স্থাপন করেছেন।
মানুষের প্রয়োজনে রূপসা-তেরখাদা-দিঘলিয়ার অলি-গলি, পাড়া-মহল্লায় দিন-রাত পরিশ্রম করছেন নিঃস্বার্থভাবে। নিজের পরিবার-পরিজন উপেক্ষা করে সেবার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের কল্যাণে।
খুলনা-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন নেতার মনোনয়ন পাওয়ার ব্যাপারে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। একদিকে আওয়ামলীগ সরকারের ব্যাপক উন্নয়ন অন্যদিকে শফিকুর রহমান পলাশ ভাইয়ের মতো একজন মানবিক ও কর্মীবান্ধব নেতা নৌকার মনোনয়ন পেলে এই আসনে নৌকার বিজয় খুব সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। তিনি নির্বাচিত হলে জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি আরো সহজ হবে বলেও মনে করছেন তারা।
সাধারন জনগণ মনে করেন স্বচ্ছ ও আদর্শবান রাজনৈতিক নেতাকে " এমপি " করা হলে জনগণের প্রকৃত ক্ষমতায়ন হবে। যার দরজা শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্যও খোলা থাকবে।
যিনি রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী হবেন।
সবার কথা ভাববেন।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার-৪ আসনের মানুষ মানবিক ও কর্মীবান্ধব নেতা শফিকুর রহমান পলাশ ভাইকে তাদের এমপি হিসেবে দেখতে চাই।
লেখকঃ
কে এম শাহীন হাসান
সাবেক সদস্য,খুলনা মহানগর যুবলীগ ও
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগ।
0 মন্তব্যসমূহ