নিজস্ব প্রতিবেদক: কেএমপির খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল সহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বিক্রয় ডট কমের মাধ্যমে প্রতারণা করে খুলনা সদর থানার মিস্ত্রী পাড়ার বিজয় নামে একজন শিক্ষার্থীকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ ফিরোজের ভাটার সামনে কৌশলে ডেকে এনে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী বিজয়ের নিকট থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ সাড়ে ৮ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম আফিলগেট ফিলিং স্টেশনের সামনে হতে ছিনতাইকারী শিরোমণি মধ্যপাড়ার মিলন মোল্লার পুত্র নাসিবুর মোল্লা(২১), খলিল লস্কর এর পুত্র ইমামুল লস্কর, কামাল শেখ এর পুত্র জুবায়ের শেখ(১৯), মোঃ আনোয়ার গাজীর পুত্র মোঃ জাকারিয়া গাজী(২০)। গ্রেফতার করে উক্ত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত একটি মোবাইল ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ হাজার টাকা উদ্ধার করে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে যার নং ০৬। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ