নিজস্ব প্রতিবেদক ঃ ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। এর পর জাতীয় সংগীত পরিবেশন এবং "মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকের অবদান" শীর্ষক নাটকের আয়োজন করা হয়। নাটকের অভিনয়ে ছিলেন ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা এর সদস্য বৃন্দ এবং ওব্যাট থিংক ট্যাংক গিলাতলা এর সদস্য বৃন্দ পরবর্তীতে শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন। নাটকের শেষে সকল শিক্ষক শিক্ষিকাগণ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুমায়ূন কবির ও শারজিল জিলানী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসডিসিএম বাংলাদেশ এর সহকারী প্রজেক্ট অফিসার মাহফুজ আলম। অনুষ্ঠানের শেষ মূহুর্তে গিলাতলা ও খালিশপুর এর সকল শিক্ষকদের পুরষ্কার বিতরণ করা হয়, ওব্যাট আইটি সেন্টার গিলাতলা এর শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রোগ্রাম টি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
0 মন্তব্যসমূহ