নিজস্ব প্রতিবেদক: খুলনার বেসরকারী মহসেন, সোনালী, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স, হুগলী বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারীদের পিএফ , গ্রাইচুটি সহ বকেয়া পাওনা পরিশোধ ৬ দফা দাবি আদায়ের লক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, এ্যাজাক্স জুট মিলের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ সম্পাদক আঃ ওহাব, আফিল জুট মিলের শ্রমিক নেতা মো. নিজামউদ্দিন, রেজাউল ইসলাম, জুট স্পিনার্স মিলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম , হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।সভা থেকে আগামি ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় আফিলগেটে শ্রমিক জনসভা করার কর্মসূচি ঘোষনা করা হয়। এর আগে মিছিল সহকারে শ্রমিক কর্মচারীরা এ্যাজাক্স জুট মিলের মালিকের কাছে তাদের পাওনা না পেয়ে মিলের জমি দখল এর সাইনবোর্ড লাগিয়ে দেয়।
0 মন্তব্যসমূহ