Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আগামীকাল খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ, জেলা শাখার প্রস্তুতি সভা

 

মোঃ আশরাফুল ইসলাম
খুলনা সদর প্রতিনিধিঃ

আগামী কাল ৩ সেপ্টেম্বর রবিবার বাদ- জোহর, নগরীর শিববাড়ী মোড়স্থ বাবরী চত্বরে দলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে -অথর্ব  প্রধান নির্বাচন কমিশনার এর পদত্যাগ, নির্বাচন  কমিশন  বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরের উদ্দ্যোগে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

সমাবেশ  বাস্তবায়নের লক্ষ্যে 
জেলার আওতাধীন ৯ টি উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সকল শাখায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এর গুরুত্বপুর্ন বাজার ও স্থান গুলোতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে হয়েছে ব্যাপক গনসংযোগ। আজ সর্বশেষ  সকল উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে  জেলা  শাখার প্রস্তুতি  অনুষ্ঠিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিতে এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি  সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান , সহ সভাপতি আলঃ শেখ জামিল আহমাদ মহানগর সেক্রেটারি - মুফতি ইমরান হোসারজয়েন্ট সেক্রেটারি - আলহাজ্ব  জাহিদুল ইসলাম, এসিস্টেন্ট  সেক্রেটারি  মুফতি আব্দুল জব্বার আজমি,  সাংগঠনিক সম্পাদক  মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক - মুফতি মোঃ আশরাফুল ইসলাম, অর্থ  সম্পাদক  মোহাঃ  মুহিব্বুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাঃ  আসাদুল্লাহ হামিদী, দপ্তর সম্পাদক মোহাঃ  জাহিদ হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,আইন ও মানবাধি-কার বিষয়ক সসম্পাদক মোঃ হায়দার আলী, কৃষি ও শ্রম বিষয়ক সসম্পাদক -শেখ ওলিয়ার রহমান,  মহিলা ও পরিবার কল্যাণ সসম্পাদক - ক্বারী জামাল হোসেন,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ ইউসুফ আলী, মুক্তিযুদ্ধা  বিষয়ক সম্পাদক - শেখ রওশন আলী,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক - মোঃ শফিকুল ইসলাম দাকোপ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক - আলঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, স্বাস্থ্য ও পরিবেশ বিঃ সম্পাদক ডাঃ মোঃ রাকিব হাসান, সহ সাংগঠনিক সম্পাদক -মাওলানা মাহবুবুল আলম, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক - মাওলানা  হারুন অর রশিদ, সহ দপ্তর সম্পাদক - এইচ এম এনামুল হাসান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম দবীর, সহ প্রশিক্ষণ সম্পাদক - সদস্য - মাওঃ আবু সাঈদ,  আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, মোঃ আকিছুর রহমান,  আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন , সেখ ,মোহাঃ  নুর ইসলাম, আলহাজ্ব মোঃ আবু দাউদ, অনুষ্ঠানে আরো উপস্থিত  ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি  এসকে নাজমুল হাসান প্রমুখ। সভায় আগামীকালের  জনসভা সফল করার জন্য জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big