নিজস্ব প্রতিবেদক
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা বিএনপি। ৩১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট নিউমার্কেটের দোতালায় জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কে কোন দায়িত্ব পালন করবে সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা এবং নেতাকর্মীদের মাঝে বিভিন্ন দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাক্তার আব্দুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক সাবেক কমিশনার এসকেন্দার হোসেন, সদস্যসচিব ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিকদার ইমরান হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
0 মন্তব্যসমূহ