নিজস্ব প্রতিবেদক: বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক জনসভা সভা শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল শেখ এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাবউদ্দীন, আমির মুন্সি, মোঃ সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গির হোসেন , আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান , সেকেন্দার আলী, বিল্লাল মোড়ল , লুৎফর রহমান, প্রমুখ। সভা থেকে কর্মচারীদের চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে শ্রমিক রাজপথ, রেলপথ অবরোধসহ ৫ দিনের কর্মসূচি ঘোষনা করেন শ্রমিক নেতারা কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে মানববন্ধন, ৭ সেপ্টেম্বর রেলিগেটস্থ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির বাসভবনের সামনে মানববন্ধন , ৯ সেপ্টেম্বর ফুলবাড়ীগেটে শ্রমিক জনসভা ও ১১ তাং সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষনা দেওয়া হয় শ্রমিক জনসভা থেকে।
0 মন্তব্যসমূহ