কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৩ রা সেপ্টেম্বর দুপুরে বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড়ে জাকের পার্টির সদর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির খুলনা সাংগঠনিক বিভাগের সভাপতি এস এম সাব্বির হোসেন।
সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জাকের পার্টির সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, জেলার সাবেক সভাপতি মুন্সি বাদল রেজা, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, যুব উলামা ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাওলানা ওমর ফারুক বুলবুলি, জাকের পার্টির সদর উপজেলার সভাপতি মোঃ আলতাফ হোসেন, মোরেলগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মান্নান, রামপাল উপজেলার সভাপতি মোঃ শাহেদ এবং চিতলমারী উপজেলা জাকের পার্টির সভাপতি শেখ আবু সাঈদ।
সাংগঠনিক সভায় জাকের পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে মৃত জাকেরানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ