Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

যুবদল কেন্দ্রীয় নেতা সাগর সহ গ্রেফতারকৃত নেতাকর্মিদের মুক্তির দাবিতে খানজাহান আলী থানা যুবদলের বিক্ষোভ মিছিল



নিজস্ব প্রতিবেদক   ঃ যুবদলের কেন্দ্রীয় সহ—সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর সহ গ্রেফতারকৃত  সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায়  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে। মিছিলটি খুলনা যশোর মহাসড়ক এর  ফুলবাড়ীগেট বাসষ্টান্ড থেকে শুরু করে ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা মাদ্রাসা ঘুরে ফুলবাড়ীগেট পুলিশবক্স প্রদক্ষিণ করে বাসষ্টান্ড এর সামনে  প্রতিবাদ সমাবেশ  এর  মধ্যদিয়ে শেষ হয়।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়  থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান বলেন নতুন প্রজম্মের ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন আসুন আন্দোলন করে একটি গনতান্ত্রিক সরকারকে নির্বাচিত করি। এই সরকার পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। নেতাকর্মিদেরকে জেলে দিয়ে তারা নির্বাচন করতে করতে চায়। যুবদল নেতা মাহাবুর হাসান পিয়ারু একটি সন্তান হয়েছে  এটা আইনজীবিদের মাধ্যমে  আদালতের দৃষ্টি আকর্ষন করা হলেও তাকে জামিন দেওয়া হয়নি , আগামি ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করার জন্য দলিয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি নেতা কাজী মিজানুর রহমান। খানজহান আলী থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নোহিবুল ইসলাম নেইম। খুলনা মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ আল —মামুন (জুয়েল) এর পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সান্টু। বক্তৃতা করেন যুবদল নেতা শাহারিয়ার খান মাসুম, শহিদুল ইসলাম সোহেল, মোঃ রবিউল ইসলাম, শাহাদাত হোসেন সাজু, শেখ আলমগীর হোসেন, আরমান সিকদার সেন্টু, মোঃ মিজানুর রহমান সোহেল, মোঃ শামিম, মোঃ নাজুল হোসেন পলাশ, মোঃ রফিকুল, মোঃ জাহিদ,  মোঃ জনি , মোঃ মনিরুল, মোঃ জুয়েল হোসেন, মিরাজ ফকির, কামরুল ইসলাম, রমজান, আজিজুল, শুকুর, হাসান, রাসেল, শাকির খান, সৌরভ, টিটু, আলতাফ হোসেন, খান ইমরান, সাইফুল ইসলাম, মোঃ মিঠু, আতিয়ার, মোঃ বাবু প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big