নাহিদ জামানঃ
কাটাখালি থেকে জাড়িয়া অভিমুখে রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহালদশা। সংস্কারের দাবী এলাবাসীর।
সরজমিনে গিয়ে দেখা যায় কাটাখালি মোড় থেকে জারিয়া অভিমুখে, অর্থাৎ জলছত্র বটতলা রেল ক্রসিং রাস্তা পর্যন্ত যে বাইপাস সড়কটি রয়েছে, দীর্ঘদিন থেকে এই বাইপাস সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষের এই রাস্তা দিয়ে চলাচল করে । স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের রাস্তা দিয়ে চলাচল করতে পড়তে হয় বিপাকে এছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলাদের পর্যন্ত। স্থানীরা কয়েক দফায় নিজস্ব পদক্ষেপ এর মাধ্যমে সংস্কার করলেও কর্তৃপক্ষের কোন হস্তক্ষেপ দেখা যায়নি দীর্ঘদিন থেকে। বর্তমানে বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণ গর্ত এবং জলাবদ্ধতার কারণে চলাচলের প্রায়ই অনুপযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী, পথচারীগণ এবং স্থানীয়রা আসু কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে
0 মন্তব্যসমূহ