মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
মোংলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৯তম শাহাদাত বাষির্কী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় পৌর আ'লীগ কার্যালয় মোংলা উপজেলা ও পৌর আ'লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নারী নেত্রী আইভি রহমান এর শাহাদাত বাষির্কী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বক্তারা বেগম আইভি রহমানের খুনিদের সুষ্ঠ বিচার দাবী করেন।
পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ:রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, কাউন্সিলর জি, এম, আল আমিন, জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউলি আকনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২১শে আগষ্টে নিহত সকল সহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সামাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর ২৪শে আগস্ট তিনি মৃত্যু বরণ করেন।
মোঃমাসুদ পারভেজ
২৪/০৮/২৩ইং
0 মন্তব্যসমূহ