রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।এ কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসান। প্রেসক্লাবের এক সভায় গঠনতন্ত্র অনুযায়ি ৬৭ জনকে কার্যনির্বাহী কমিটিতে সদস্যপদ দেয়া হয়।
আজ মঙ্গলবার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি দৈনিক জন্মভূমির বুলবুল আলম বুলু, সহ-সভাপতি আনন্দ টিভি ও আমার সংবাদের মোঃ সেলিম রেজা, মহাসচিব এউএনবির সৈয়দ মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব ভোরের দর্পন ও ডেইলি ইন্ডাষ্টির কে এম শফিকুর রহমান,যুগ্ম-মহাসচিব সময় টেলিভিশনের জয়ন্ত শিরালী, সাংগঠনিক সচিব বাংলাদেশ পোস্ট ও দৈনিক জনবানীর কে এম সাইফুর রহমান, দপ্তর সচিব মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ,অর্থ সচিব দৈনিক নতুন দিনের মোঃ আনোয়ারুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব দৈনিক প্রতিদিনের সংবাদের দুলাল চন্দ্র বিশ্বাসসহ মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
যদিও এ কমিটিকে অনুমোদন দিয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখে সাক্ষর করেছেন বলে প্রকাশিত হয়েছে।
0 মন্তব্যসমূহ