রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস, এম, শহিদুল ইসলাম।
সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে থাকা রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় ফরিদপুরের অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ, ফরিদপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলমসহ খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুরের অন্যান্য প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ