Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটভাটায় পরিবহনে সড়কের ক্ষতি, প্রতিবাদে মানববন্ধন-সভা বিক্ষুব্ধ এলাকাবাসীর




সনত চক্রবর্তী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটের ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মাটি টানার কাজে নিয়োজিত ট্রলির চাপে সংশ্লিষ্ট সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় ভুক্তভোগীরা ফরিদপুর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন। মাটি কাটা বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন ও সভা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
জেলা প্রশাসক বরাবর করা ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের খালেক শেখের ছেলে গণি মাতুব্বর ও জনাব মাতুব্বর প্রেমতারা মৌজায় অবস্থিত দুই ফসলি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। মাটি বহনকারী ভারী ট্রাকের চাপে এলাকার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম। এখনই ওই কাঁচা সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ না করা হলে আগামীতে সংশ্লিষ্ট সড়কটির ব্যাপক ক্ষতি সাধিত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 
এ ব্যাপারে অভিযোগকারী মো. চুন্নু মাতুব্বর বলেন, 'ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এখনই ব্যবস্থা নেয়া না হলে আগামীতে এলাকার শত শত কৃষক মাঠ থেকে তাদের অতি কষ্টে অর্জিত ফসল রাস্তা দিয়ে বাড়িতে আনতে পারবে না। কোমলমতি স্কুলগামী ছেলেমেয়েরা চলাচল করতে পারবে না।'
মাটি কাটা বন্ধসহ ওই এলাকার রাস্তাঘাট দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবিতে রবিবার (৪ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের ব্রিজের নিকট বিকেল পাঁচটায় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সাতৈর ইউনিয়ন আ'লীগের সভাপতি আকবর হোসেন আকুল প্রমুখ। 
বক্তারা এ সময় বলেন, 'সরকারি নির্দেশনা উপেক্ষা করে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। গ্রামীণ সড়ক দিয়ে ভারী যান চলাচলে রাস্তা দেবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। অথচ প্রশাসন নিশ্চুপ। তাই বাধ্য হয়েই আমরা কর্মসূচি দিয়েছি।'
উল্লেখ্য, দেড় শতাধিক লোকের স্বাক্ষর সংবলিত এলাকাবাসীর পক্ষে প্রেমতারা গ্রামের মো. রাহেন মাতুব্বরের ছেলে মো. চুন্নু মাতুব্বর গত ১ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big