রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রূপসা উপজেলার উদ্যোগে বুধবার ৩০ আগষ্ট সকাল ১১  টায় গাছের চারা বিতরণ উপলক্ষে এক সভা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনার উপপরিচালক এ কে এম আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি গোপাল চন্দ্র মন্ডল, হিসাব সহকারী মো. রবিউল ইসলাম, উপকারভোগী শিবনাথ দাস, অমলা শিকদার, মো. জয়নাল সমাদ্দার, মো. আইউব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে রূপসা উপজেলাধীন কার্যালয়ের সকল সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।