সাইফুল্লাহ তারেক ঃ নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ১ কেজি গাজা সহ ১ মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ , আটককৃত মাদক ব্যবসায়ি যশোরের চাঁচড়া রায়পাড়ার তুলোতলার মোড় এলাকার কামরুল ইসলাম বাবুর স্ত্রী রওশন আরা (৫০) ৩১ জুলাই রাত পৌনে ৯ টার দিকে ফুলতলা থেকে পায়ে হেটে এক মহিলা খুলনার দিকে যাওয়ার পথে তার গতিবীধি সন্দেহজনক হলে তার দেহে তল্লাশী চালিয়ে ১ কেজি গাজা সহ হাতে নাতে ধৃত করে পুলিশ । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং ১৫ তাং ৩১/০৭/২২ ইং । উল্লেখ্য পথের বাজার চেকপোষ্ট ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম পথের বাজার চেকপোষ্টে যোগদান করার পর থেকে অতিতের যে কোন সময়ের চেয়ে নিয়মিত বিপুল পরিমান মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়িরা আটক হচ্ছে
0 মন্তব্যসমূহ