আটরা গিলাতলা প্রতিনিধি ঃ উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম " পাপেট " খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিরোমনি কেডিএ আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়। পাপেট শোর মাধ্যমে এলাকার সাধারন মানুষকে আশ্বাস প্রকল্পের কার্যক্রম, মানবপাচার ও নিরাপদ অভিবাসন সম্পর্কে তথ্য বা ধারনা প্রদান করা হয়। পাপেট প্রদর্শনীর পরে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা অঙ্গীকার করে যে, তাদের এলাকায় মানবপাচারের শিকার হয়ে কোন নারী বা পুরুষ ফিরে আসলে আশ্বাস প্রকল্পে তাদের যুক্তকরনে সহযোগিতা করার পাশাপাশি তাদের পরিচিত কেহ বিদেশ যেতে চাইলে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ অভিবাসনের সকল ধাপ মেনে তারপর বিদেশ যাবার জন্য পরামর্শ প্রদান করবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানিয় ইউপি সদস্য এস.এম রাসেল । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শাহনাজ পারভীন। এছাড়া অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের খুলনা জেলার প্রকল্প কর্মকর্তা মঈন আহমেদ, সোস্যাল মোবিলাইজার মাসুম বিল্লাহ, সিটিপ সদস্য রতœা, আকবর, আঁখি, বিল্লাল, লোপা, লিজা, মেরি, যুথী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম ।