Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ডুমুরিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটিকে পাওয়া গেল অচেতন ও জখম অবস্থায়।



অয়ন সরকার,ডুমুরিয়াঃ
ডুমুরিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটিকে পাওয়া যায় অচেতন ও জখম অবস্থায়।
ঘটনাটি ঘটে খুলনার ডুমুরিয়া ০৭ নং শোভনা ইউনিয়নের বলাবুনিয়া গ্রামের দিপায়ন বৈদ্য নামে একটি ছেলের সাথে। ছেলেটির পিতার নাম দেবরঞ্জন বৈদ্য এবং মাতা কল্পনা বৈদ্য। তার বয়স ১৪ বছর। ছেলেটি একটি বাইসাইকেল নিয়ে শুক্রবার সকাল আনুমানিক সময় ভোর ৬ টার দিকে বাড়ি থেকে বের হয় মুরগী কেনার জন্য ডুমুরিয়া বাজারের উদ্দেশ্যে। কিন্তু বাজার থেকে সে আর ফিরে নাহ। অনেক সময় পার হয়ে সে বাজার থেকে না ফেরায় তার পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করে। তার পরেও দিনশেষে তার কোন খোঁজ না পেয়ে তারা থানায় একটি রিপোর্ট করে আসে এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়।

নিখোঁজ হয়ে যাওয়ার পর উক্ত দিন রাত বারোটার দিকে ছেলেটিকে অচেতন এবং জখম অবস্থায় তাদের বাড়ির পাশেই পায় উক্ত এলাকার জনগণ। তৎক্ষণাৎ ছেলেটিকে গ্রামের জনগন এবং তার পরিবারের সদস্যরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করান। ছেলেটির সাক্ষাৎকার নিতে গেলে সে সাক্ষাৎকার করার মতো অবস্থায় ছিলো না।

ছেলেটির পরিবারের সদস্যরা বলেন, ছেলেটির কথা অনুযায়ী তাকে কোনো এক পন্থায় অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর তার উপর নির্যাতন করে তারা। পরিবারের সদস্যরা আরো বলেন, তাদের কারো প্রতি তেমন কোনো সন্দেহ হয় নাহ এবং তাদের সাথে কারো কোনো শত্রুতা ও নেই।

ছেলেটি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, মনে অনেক ভয় ভীতি সৃষ্টি হয়েছে, যার জন্য সবকিছু ভালোভাবে বলতে পারছে না। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার পরে সবকিছু ভালোভাবে জানা যাবে ছেলেটির থেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big