সাইফুল্লাহ তারেক ঃ আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আফিল, জুট স্পিনার্স, এ্যাজাক্স,মহসেন,সোনালী, সহ বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের গ্রাইচুটি, পিএফ, বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে বিকাল ৪ টায় বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে। বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান বলেন শ্রমিকদের দাবি আদায়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কর্মসূচি পালন করে আসছি , আজ শ্রমিক জনসভা থেকে কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান এ শ্রমিক নেতা।
1 মন্তব্যসমূহ
এক হও লড়াই করো
উত্তরমুছুন