সাইফুল্লাহ তারেক: উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের "ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা ও দায়িত্ব শীর্ষক ওরিয়েন্টেশন" নামক কার্যক্রম দামোদর ইউনিয়ন পরিষদের হল রুমে গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে মানবপাচার প্রতিরোধ কাজ করার পাশাপাশি পাচারের শিকার নারী ও পুরুষদের আশ্বাস প্রকল্পের সাথে যুক্তকরনে সার্বিক সহযোগিতা করবে বলে অঙ্গীকার করে। এছাড়াও মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্যগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য ১ টি এ্যাকশান প্লান তৈরি করে। দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরীফ ভূইয়ার সভাপতিত্বে অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মো: জিয়াউল ইসলাম এর সঞ্চালনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের সোস্যাল মোবিলাইজার সবুজ জোয়ার্দার। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য , সংরক্ষিত ইউপি সদস্য , বিট পুলিশিং কর্মকর্তা সহ কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদসবৃন্দ উপস্থিত ছিলেন ।
0 মন্তব্যসমূহ