যেতে হবে নিজ লক্ষ্যে
কেউ থাকুক চলুক পক্ষে
পথে পাবে অনেক কিছু
উত্তামঙ্গ হবে না নিচু
গাড়ি চলবে দুর্গতির
বুঝাবা মনকে সব বধির
শুনবানা কারো কোন কথা
করবানা নত নিজ মাথা
দাওয়াত করবে তাদের বাড়ি
টানবে মুখ ছিড়বে দাড়ি
খাওয়াবে তারা মান কচু
অশুভো সব থাকুক পিছু
পথে আসবে শত বাধা
বলুক তোমায় পাগল গাধা
করবা না নিচ শক্ত শীর
পরপারে বাঁচবে তুমি বীর
উদ্দেশ্য রবে খুশি হবে রব
দুনিয়ার মহো পিছে ফেলো সব
নামের জন্য করো না কাজ
হয়ো না কভু ধোঁকাবাজ
বাঁধবে তোমায় গাছের সাথে
শক্ত দেবে গির
মাখাবে বিষ ভালো করে
ছুড়বে সেই তীর
বিজয় তোমার আনতে হবে
করবে তুমি লড়াই
সামান্য এক সৈন্য তুমি
করো কিন্তু বড়াই
দেশের সিল মারো বুকে
আল্লাহু আকবার বলো মুখে
যুদ্ধে যাবে দেশের জন্য
তুমি নও তাদের পন্য
ছাড়বে না মোটেও হাল
প্রয়োজনে গড়ো দীর্ঘ পাল
অল্প একটু কর সবর
মন্দ সব দেবে কবর
মাথায় থাকবে টার্গেট
যুদ্ধ চলবে পার্ফেক্ট
চক্ষু যাবে বুজে
পাবে জান্নাত খুঁজে
নাম রবে তোমার শহর গঞ্জে
থাকবে তুমি শহীদ মঞ্চে
ময়দানে ছিলে নির্ভিক
তুমিতো সত্যের সৈনিক
0 মন্তব্যসমূহ