Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের মাক্স বিতরণ





নাহিদ জামান রূপসা প্রতিনিধি।

রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন, কোভিড-১৯ এর প্রদুর্ভাব রোধে ‘নো মাক্স-নো সার্ভিস’ শ্লোগানকে সামনে রেখে আজ ২৪ মার্চ বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপি খুলনা-মোংলা মহাসড়কের তিলক কুদির বটতলায় বাস যাত্রীদের মাঝে মাক্স বিতরণ করেন। 
মাক্স বিতরনের সময় উপস্থিত ছিলেন রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল হক লিপন, উপদেষ্টা আজাদ আবুল কালাম (মিঃ বাংলাদেশ), কার্যকরি সহ-সভাপতি আকতার হোসেন খান, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলো, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান শেখ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ আরিফুর রহমান মোল্লা, সদস্য আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লাইন সম্পাদক মহিউদ্দীন (মহিব) ও সদস্য মন্টু হাওলাদার। 
মাক্স বিতরনের সময় নেতৃবৃন্দ বলেন, গত বছর ঠিক এই সময় করোনা ভাইরাস রোধে লকডাউনের কারণে সকল পরিবহন ও বাস-মিনিবাস বন্ধ হয়েছিলো। সেই একই সময় আবারো করোনার প্রাদুর্ভাব ক্রমাগত বাড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই আমরা সতর্কতা অবলম্বন করছি। বাস-মিনিবাসের চালক, কন্টাক্টার ও হেলপারদের মাক্স পরা বাধ্যতমূলক করা সহ মাক্স ছাড়া কেউ যাতে যাত্রী বহন না করে সেই ব্যাপারে প্রচারনা চালাচ্ছি। পাশাপাশি পরিবহন সেক্টরের প্রত্যেক কে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আহ্বান জানানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big