বাগেরহাট (নিজস্ব প্রতিবেদক)
মেহেদি হাসান নয়ন
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায় তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।আর এই উঠান বৈঠকের নাম করে কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছে বরাদ্ধকৃত অর্থ। জানা যায় মোল্লাহাট উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস সরকার কর্তৃক বরাদ্ধকৃত অর্থ সঠিকভাবে ব্যয় না করে নিজে হাতিয়ে নিচ্ছেন অর্থ।উঠান বৈঠকে আগতদের নাস্তা বাবদ ৫০ টাকা বরাদ্ধ থাকলেও ২০ টাকা করেই দিচ্ছেন নাস্তার জন্য। তাছাড়া সম্মানী বাবদ ১০০ টাকা থাকলেও দেওয়া হচ্ছেনা সঠিকভাবে। নারী দিবসের প্রোগ্রামের সাথে উঠান বৈঠকের ব্যানার লাগিয়ে এক কাজে দুইকাজ করছে এই কর্মকর্তা।তাদের উদ্দেশ্য ছিল যেহেতু নারী দিবসের প্রগ্রামের বাজেটে নারী দিবস উদযাপন করা হয়েছে পাশাপাশি উঠান বৈঠক এর শুধুমাত্র একটা ব্যানার তাদের হাতে ধরিয়ে দিয়ে কয়েকটি ছবি তুলে রাখলেই উঠান বৈঠক এর পুরা খরচের বিলটা তাদের পকেটে চলে যাবে।
মোল্লাহাট উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস এক পর্যায়ে নিজের ভূল স্বীকার করেন।স্বাক্ষাতকার গ্রহনের এক পর্যায়ে সংস্থাটির মোল্লাহাট শাখার চেয়ারম্যান আম্বিয়া জামান উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে মাফ চেয়ে বলেছেন ভবিষ্যতে আর এ ধরনের দূনিতির সাথে জড়িত হবো না।একজন সরকারি কর্মকর্তা যদি দূর্নিতী গ্রস্থ হয় তবে সেই দপ্তর থেকে কতটুকু সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছাবে প্রশ্ন থেকে যায়।
উর্ধতন কর্তৃপক্ষ যাতে এসব দূর্নীতি গ্রস্থ সরকারী কর্মকর্তাদের বিরদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।তাতে সাধারণ মানুষ সরকারী সুবিধা সঠিক ভাবে বুঝে পারে বলে মনে করেন সচেতন মহল।
0 মন্তব্যসমূহ