নাহিদ জামান রূপসা প্রতিনিধি
মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্য কে সামনে রেখে অসহায় গরীব মানুষ যাহাতে শীত নিবারন করতে পারে তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও রূপসা উপজেলার নৈহাটি কালীবাড়ী বাজারে ষ্টুডেন্টস্ ক্লাবের উদ্যগে আজ ৮ই জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিরতন করা হয়।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লা যোবায়ের বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা,প্রেস ক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবতী বিষ্ণু। ক্লাবের সভাপতি ও নৈহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমানের সভাপিত্বে বক্তৃতা করেন আদর্শ এক পরিবারের সভাপতি
সৈয়দ মাহামুদ আলী, সাধারন সম্পাদক মোঃ ফরাদ হোসেন ইট ভাটা সমিতি খুলনা জেলা শাখার সহ সভাপতি ইসরাইল শেখ, অন্তর হোসেন মাছুম, জাহিদুল ইসলাম রবি,আবু দাউদ আলী, লিপিকা রানী দাশ, রিতা রানী দে, তুষার দাশ, রাজ্জাক শেখ, সেলীম শেখ, রহিম শেখ, মহিদ হাওলাদার, আবু তালেব, ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাব্বির হোসেন, মোঃ সোহাগ শেখ, মোঃ হারুন শেখ, প্রান্ত, নাজমুল হুদা, আদর্শ এক পরিবারের মিজান,ইলিয়াজ হারা, মিলন মোল্লা, আকরাম হোসেন, নাহিদুজ্জামান, তাহেরা খাতুন , রশিদ, নাছির, ফারুক, মাসুদ প্রমূখ।
0 মন্তব্যসমূহ