নাহিদ জামান রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা সদরে অবস্থিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৯৫ সালে এএসসি পরিক্ষায় পাসকৃত ছাত্র/ছাত্রীগন বিভিন্ন জায়গায় কর্মরত আছে সকলের বন্ধুত্ব কে ঠিক রাখা এবং সমাজের বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করে ৯৫ ব্যাচ নামে একটি সামাজিক সংগঠন সৃষ্টির লক্ষে আজ ৮ ই জানুয়ারি শুক্রবার রাত ৮ টায় বন্ধু ডাক্তার বিক্রম নন্দির চেম্বারে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বন্ধু শেখ শহীদের সভাপতিত্বে বক্তৃতা করেন, শমর কুমার দাস, কেএম আলী হায়দার বুলবুল, মুন্না সর্দার, মোঃ ফরিদ শেখ, মোঃ নাহিদুজ্জামান, শেখ জহিরুল হক শারাদ, ডাঃ বিক্রম নন্দী, পলাশ পাল, বিপ্লব কুমার দাস, টিটো জমাদ্দার, মোঃ শফিক, প্রতাপ কুমার শীল, শেখ ইফতিকার আহম্মেদ, মোঃ আসাদুর রহমান প্রমূখ।
সভায় উপস্থিত সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে আলোচনা শেষে একটি আহবায় কমিটি ঘোষনা করা হয়।
আহবায়ক কমিটি নিন্মরূপ
আহবায়ক কেএম মহিউদ্দিন।
যুগ্ন আহবায়ক সমর কুমার দাস।
যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন।
যুগ্ন আহবায়ক কেএম আলী হায়দার বুলবুল।
সদস্য সচিব শেখ শহীদ।
কোষাধ্যক্ষ মোঃ ফরিদ শেখ।
বাকি সকলেই সদস্য।
0 মন্তব্যসমূহ