নিয়ামত সরদার,
মোংলা উপজেলা প্রতিনিধি :
দীর্ঘ ১১ বছর পর শুরু হতে চলেছে মংলা পোর্ট পৌরসভা নির্বাচন আওয়ামী লীগ মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনী প্রচারণায় প্রায় সকল সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন মোংলা পৌর শহরের ভেতর।
আজ সকাল নয়টার সময় মংলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং মংলা পৌর স্বেচ্ছাসেবক লীগ নির্বাচনী প্রচারণা করেন উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন মংলা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইমরান বিশ্বাস, মংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মিজান তালুকদার, বিপ্লবী সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর সহ আরো অনেক নেতৃবৃন্দরা। প্রচারণার সময় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা মংলা পৌর শহরের অলিতে গলিতে শেখ আব্দুর রহমানের পক্ষে নৌকার নৌকা মার্কায় ভোট চেয়েছেন সকলের কাছে।
এক পর্যায়ে মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: ইমরান বিস্বাস বলেন,
" আমারা ১৬ই জানুয়ারি মোংলা পোর্ট পৌরসভার সাধারণ নির্বাচনে জয়লাভ না করা পর্যন্ত কেউই ঘরে ফিরে যাব না। আমাদের প্রচারণা চলবেই।"
0 মন্তব্যসমূহ