কাউকে কষ্ট দিচ্ছেন? সমস্যা নাই। কষ্ট পেতে পেতে মানুষটার মন শক্ত হয়ে যাচ্ছে।
পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে মানুষটা একদিন পাহাড়ের মত কষ্ট জমে থাকবে, এক সময় হাসিমুখে চলা শিখে যাবে। কাউকে অবহেলা করছেন? সমস্যা নাই।
আপনার অবহেলা মানুষটার নিজের ঝোঝার জায়গা করে দিচ্ছেন। নিজের প্রতি যত্নশীল হওয়ার সুযোগ করে দিচ্ছে। কারো সাহায্য ছাড়াই মানুষটা বেঁচে থাকা শিখছে। কাউকে ঠকাচ্ছেন??? সমস্যা নাই।
আপনি আসলে প্রমাণ করছেন, ঐ মানুষটা আপনার চেয়ে ভালো কাউকে পেতে চলছে।নিজেকে সরিয়ে আপনি ঐ মানুষটার লাইফে বেস্ট কাউকে আসার সুযোগ করে দিচ্ছেন।
আপনি তার ভালো কোন স্থানে জায়গা করে দিচ্ছেন, কিন্তু কারো সাথে প্রতারণা করতে গিয়ে নিজেকে ঠকালে সমস্যা।. আপনি এমন একজনকে ঠকালেন, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো।
আপনার জীবনে আসা প্রিয় ছিলো সেই মানুষটা। আপনি আসলে তাকে ঠকাননি। লাইফের বেস্ট গিফট.টা হারিয়ে নিজেকে ঠকিয়েছেন। আর নিজেকে ঠকালেই সমস্যা।
আপনি যা দিবেন সেটা কাছে ফিরে আসবে। হিসেব একচুলও এদিক সেদিক হবেনা। আপনি সেদিন বুঝবেন, অবহেলার অনুভূতি।
0 মন্তব্যসমূহ