আব্দুলাহ্ আল মামুন দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ব্লীজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার পারুলিয়াস্থ সেকেন্দারায় এই স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলটির প্রতিষ্ঠাতা আবু হাসান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশ^বিদ্যালয় শিক্ষক ও পাবলিক স্পিকার সাইফুল আরেফিন। বিশেষ আলোচক ছিলেন শিশুদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উদ্ভাবক জাফর সিদ্দিক।
এসময় অন্যান্যের মধ্যে পরিচালক মাওলানা মুহিবুল্লাহ. ড. হাবিবুর রহমান, স্কুলটির অধ্যক্ষ কুদরতুল্লাহ, ভাইস প্রিন্সিপাল আসসাকি রহমানসহ বিভিন্ন এলাকার থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্লীজ ইন্টারন্যাশনাল স্কুলটি এই অঞ্চলের মধ্যে প্রথম স্কুল, যেটি কোমলমতি শিশুদের উন্নত শিক্ষাদানের জন্য অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।
0 মন্তব্যসমূহ