Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নিজ বাড়িতে ফুলের শুভেচ্ছা




আব্দুল্লাহ আল মামুন  দেবহাটা প্রতিনিধি : 
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার প্রথম সচিব শফিকুল  আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়াই ৮ জানুয়ারী, শুক্রবার বেলা ৫ টায় নিজ বাড়ীতে আসেন  এই সমায় তার পরিবার ও গ্রামের মানুষের পক্ষ থেকে ওনাকে ফুল শুভেচ্ছা জানানো হয়। এই গুনি ব্যক্তির পুরো নাম মোঃ শফিকুল  আহম্মদ, পিতা-মোঃ সাজ্জাদ আলী মাষ্টার, মাতা- বেগম শাহিদা খাতুন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় থেকে এস, এস সি ও সাতক্ষীরা সরকারী কলেজ থেকে আই, এ   পাশকরেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ভুগোলে অর্নাস মাষ্টার্স শেষ করেন। ১৯৯১ সালে ২৬ জানুয়ারী বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি সহকারী সচিব হিসাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে যোগদানের মধ্যদিয়ে চাকরী জীবন শুরু করেন। এরপর মাঠ পর্যায়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। নেজারত ডেপুটি কালেক্টর উপজেলা নির্বাহী অফিসার, সচীব জেলা পরিষদ, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী ওয়াকফ প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। মিলিটারী এষ্টেট অফিসার হিসাবে বগুড়া সেনানিবাসে উপপরিচালক হিসেবে সামরিক ভুমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ঢাকা সেনাবিবাসে দায়িত্ব পালন করেন। পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে যোগদানের পূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন প্রশিক্ষন ও রাষ্ট্রীয় কাজের জন্য থাইল্যান্ড, জাপান, চীন, সিঙ্গাপুর, মালেশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, মালি, কঙ্গো, মধ্য আফ্রিকা, কাতার, বেলারুশ, তুরস্ক সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহীত,  এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। এই ফুলের শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান,  মোতাহার হোসেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষি মন্ত্রণালয় ও সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের ভূগোল  বিভাগের প্রভাষক আবদুল আজিজ, ও আলহাজ্ব আবুল হোসেন সহ এলাকার  বেক্তিবর্গ গন। এছাড়া  তিনি বাড়ীতে ২দিন অবস্থান করবে ১০তারিখে তিনি ঢাকায় ফিরে যাবেন। ২দিনে নিজ বাড়ীতে অবস্থান কালে ব্যক্তিগত এবং সরকারী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big