Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় নানা আয়োজনে পৌষ পার্বনে পিঠা উৎসব পালিত




নাহিদ জামান রূপসা প্রতিনিধি 


যখন পৌষ মাস আসে তখন গ্রাম বাংলার মানুষ পৌষ পাবন পালন করে নানা রকম পিঠা পুলি তৈরি করে প্রতি ঘরে ঘরে উৎসবে আনন্দে মেতে উঠে নানান জায়গা থেকে আত্মীয় সজন এসে আত্মীয়র বন্ধন কে মজবুদ করে। কিন্তি আজ এই পৌষ পাবন অনুষ্ঠান আধুনিকতার ছোয়ায় বিলুপ্তির পথে, মানুষ যত আধুনিক হচ্ছে তত যান্ত্রিক হচ্ছে। ডিজিটালের ছোয়ায় বাংলার ঐতিয্য হারাতে বসেছে। এই ঐতিয্য কে ফিরিয়ে আনতে রূপসা উপজেলার ডোবা ফুটবল মাঠে গত ৮ ই জানুয়ারি শুক্রবার লোক আনন্দ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠী পৌষপার্বনে পিঠা উৎসবের আয়োজন করে।

এই মাঠে  কিষান কিষানিরা তৈরি করেছে নানা রকম পিঠা পুলি। সাজিয়ে নিয়ে বসেছে স্টল। মাঠে হচ্ছে বাউলগান মানুষ ছুটে যাচ্ছে আনন্দমেলায়।  
 পৌষ পার্বনে পিঠা উৎসবের আনন্দমেলার উদ্বোধন করেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী। বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলার কালচারাল  অফিসার সুজিত সাহা, সমাজসেবক শান্তিরাম মল্লিক, চন্ডিবর মাল্লিক, প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সরদার, সন্তোষ কুমার মহলী, ইউপি সদস্য সহদেব বৈরাগী, ডোবা নবারুন সংঘের সভাপতি চঞ্চল অধিকারী, সমাজসেবক অরবিন্দু দাশ, রাজীব মহলী ও শ্যামল দাসের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক অমল বসু, সমাজসেবক নিখিল মল্লিক, প্রধান শিক্ষক দিপ্তিশর বিশ্বাস, অধ্যক্ষ হিল্লোল মুখার্জী, সমাজসেবক গোপাল চন্দ্র মন্ডল, বিনাপানি সংঘের সভাপতি ব্রজেন দাশ, মনোরঞ্জন দাশ, মোল্লা তাহিদুল ইসলাম, এ্যাড মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আ: হালিম, সরদার আবুল কালাম আজাদ, অলোক চন্দ্র দাস, নিপুল দাস, বরুন দাশ, সুব্রত বাকচী, নগরবাসী বৈরাগী, ব্রজেন মজুমদার, পূলেন্দু মন্ডল, নেপাল মহলী, অমল শিকদার, উদ্ভব দাশ, লিটন বাগচী, রিপন দাস, রতন মন্ডল, ডোবার নেপাল মাষ্টারের আমন্ত্রনে আরো উপস্থিত ছিলেন রূপসা সদরে প্রতিষ্ঠিত আদর্শ এক পরিবারের সভাপতি সৈয়দ মাহামুদ আলী, সাধারন সম্পদক ফরাদ হোসেন,  মিজান,ইলিয়াজ হারা,মিলন মোল্লা,আকরাম হোসেন,নাহিদুজ্জামান,তাহেরা খাতুন,রশিদ, নাছির, ফারুক, মাসুদ, প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big