শেখ নুরইসলাম
অবহেলার মাধ্যমে ব্যক্তি নিজেকে চিনতে পারে,
অবহেলার মাধ্যমে কেহ নষ্ট হতে পারে।
অবহেলার মাধ্যমে কেহ প্রতিষ্ঠিত হতে পারে,
অবহেলার মাধ্যমে কেহ ঝড়ে যেতে পারে।
কষ্ট যেটির বিপরিতে দুঃখের বসবাস,
কষ্ট যেটি পেতে হলে লাগে উপহাস।
কষ্ট সকলে সহ্য করতে পারে না,
কষ্ট পেয়েও অনেকে জিবনে হারে না।
ঠাট্টা যেটি সকলে করতে পারে না,
ঠাট্টা যেটি সকলের সাথে করা যায় না।
ঠাট্টা কারো কাছে আনন্দের কারন,
ঠাট্টা কারো কাছে দুঃখের বিচরণ।
হাসি কারো কাছে খুশির কারন,
হাসি দেওয়া কারো আবার আছে বারন।
হাসি কারো কাছে লোক দেখানো ফুল,
হাসি কারো কাছে বেঁচে থাকার মুল।
একাকি কেহ থাকে লোকের অবহেলায়,
একাকি কেহ থাকে কষ্ট লুকানোর খেলায়।
একাকি কেহ থাকে ঠাট্টা থেকে বাঁচতে,
একাকি পাগল ছাড়া পারেনা কেহ হাসতে।
0 মন্তব্যসমূহ