-মাসুম আব্দুল্লাহ
একটি বিকেল ছিলো
সন্ধ্যা হলো, তারপর রাত্রি
এক গুচ্ছ দিন এবং
মাসের ভগ্নাংশে একটি মানুষ
তীব্র ভালোবাসার পাত্রী
দূরত্ব, নৈকট্য কিংবা
ধরে থাকা ভান
কে বোঝে কী ভুল আর
কীসে অভিমান
সুন্দর ছায়াবীথি,
আকাশ ও পূনমের চাঁদ
কাঁধে রাখা মাথা
হাতে ধরা হাত
এ শুধু মনে আঁকা ছবি
বোঝে না তা তনু
কে বোঝাবে তারে
নিশি রাতে কভু ওঠে না রংধনু
তবু এ আমার সুখের অসুখ
অথবা অসুখের সুখ
0 মন্তব্যসমূহ