(নাজমুল মোড়ল)
২০১১ সালে তোমাকে দেখা পর কিরকম পাল্টে গেলো আমার জীবন,
ওলট-পালট হয়ে গেলো সব কিছু শুধু থমকে গেলো আমার মন।।
যে দিকে তাঁকাই তোমারই ছবি দেখি বৃক্ষপত্রে,ঝর্ণার জলে,বইয়ের প্রতিটি পাতায়,
তোমার অপরুপ সৌন্দর্যমাখা চেহারা ভেসে বেড়াই আকাশের ছায়াই ছায়াই।।
প্রতিটি মেয়ের কণ্ঠস্বরে অথবা অডিও গানে,তোমার মিষ্টি স্বর শোনা যায় মেঘের ও গর্জনে।
(শিপাকে) দেখার পর হঠাৎ বদলে গেছে আমার হৃদয়ের আকাশ,
যতবার তাঁকায় চাঁদের বুড়ির বদলে মাঝখানে তোমার বসবাস।।
তোমাকে দেখার পর অসম্ভব ভাবে বদলে গেছে আমার ভুবন,
আমার বর্ষাকাল হয়েছে চৌত্রের খরা আর শিত হয়েছে গরম।।
0 মন্তব্যসমূহ