দিঘলিয়া প্রতিনিধিঃ রাজিবুল রেজোয়ান।
সেনহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামিলীগ এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সন্ত্রাসীদের গুলিতে নিহত গাজী আব্দুল হালিমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেনহাটি ইউনিয়ন পরিষদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। ইউনিয়ন পরিষদের সন্মেলন কক্ষে প্রায়াত হালিম গাজীর স্বরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক খুলনা জেলা আওয়ামিলীগ নেতা ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সাবেক উপজেলা আওয়ামিলীগ নেতা মোল্লা দিদার, সেনহাটি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহালম খান, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ খান, ইউপি সদস্য মিজানুর রহমান মির্জা, আব্দুস সালাম, সোহাগ, জাহিদুল গাজী, আওয়ামিলীগ নেতা আব্দুল হাই সোহেল, ডালিম শেখ, মুজিবুর রহমান দাউদ, তারেক, সামছুর রহমান সামছু, সালাউদ্দিন শান্ত প্রমুখ।
এছাড়া প্রয়াত গাজী আব্দুল হালিম এর পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআন খতম, এতিমদের মধ্যে খাদ্য বিতরন ও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ