আবুল কাশেম, নিজস্ব সংবাদদাতা।
বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.)কে উদ্দেশ্য করে ফরাসী পত্রিকায় ব্যাঙ্গচিত্র প্রকাশ ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জমিয়ত,যুব ও ছাত্র হিজবুল্লাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
ব্যবহারকারীদের আইডি থেকে ফ্রান্সের পণ্য বয়কটের জন্য হ্যাশট্যাগ চালু হয়েছে। পাশাপাশি বিশ্বনবীকে ভালোবাসি এমন হ্যাশট্যাগও চালু হয়েছে।
Abul kashem নামে এক ব্যবহারকারী তার আইডি থেকে লেখেন, আজ এই পরিস্থীতিতে যদি সামান্য প্রতিবাদ টুকু না জানাই, বিচারের দিনে কোন মুখে আমার নবীর কাছে শাফায়াত কামনা করবো?
তারপরই হ্যাশট্যাগ দিয়ে লেখেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুষমন।
এরপরেই সবগুলোতেই হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, গেট আউট ফ্রান্স অ্যাম্বাসেডর, উই লাভ ইসলাম, মাই প্রোফেট মাই অনার, উই লাভ মোহাম্মদ চ্যালেঞ্জ, উই লাভ মোহাম্মদ, উই ফলো মোহাম্মদ, মাই প্রোফেট মাই অনার, উই আর উম্মাহ অব মোহাম্মদ, ফর আওয়ার বিলাভড প্রোফেট, উই হেট ফ্রান্স প্রেসিডেন্ট, বয়কপ ফ্রান্স, বয়কট ফ্রান্স প্রোডাক্টস ও বিলাভড প্রোফেট মোহাম্মদ।
পরে আবুল বশার উজ্জ্বল,তানজিম হাসান, নেয়ামত উল্লাহ, আসাদুল্লাহ সহ অনেকেই একই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট বক্সে তাদের প্রতিবাদ জানান। ফ্রান্সের সমর্থনে ভারতে হ্যাশট্যাগ চালু হয়েছে। ভারতীয়দের এমন কাজের প্রতিবাদ জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বেশি বেশি শেয়ার করে ভারতীয়দের এমন কাজের প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে শনিবার বিকালে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) এর উদ্দেশ্যে ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে ছারছীনা হযরত পীর সাহেব কেবলার নির্দেশক্রমে বড় শাহ সাহেব হুজুরের উপস্তিতে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন সাহেব (মাঃজিঃআঃ)।
মানববন্ধন করেছেন বাংলাদেশ জমিয়ত যুব ও ছাত্র হিজবুল্লাহ।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে নাজেমে আ'লা আলহাজ্ব হযরত মাওলানা নুরুর রহমান বেগ ছাহেব (মাঃজিঃআঃ)।
তারা ১।সংসদে নিন্দা প্রস্তাব।
২।ফ্রান্সের সকল পণ্য বর্জন করা।
৩।বাংলাদেশে ব্লাশফেমি আইন পাশ করা।
৪।সকল ইসলামী দলকে একসাথে বড় সমাবেশের আহবান জানান
এছাড়া ছারছীনা দরবারে হযরত
পীর সাহেব কেবলা মহানবীকে উদ্দেশ্য করে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছে।
বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.)কে উদ্দেশ্য করে ফরাসী পত্রিকায় ব্যাঙ্গচিত্র প্রকাশ ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জমিয়ত,যুব ও ছাত্র হিজবুল্লাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
ব্যবহারকারীদের আইডি থেকে ফ্রান্সের পণ্য বয়কটের জন্য হ্যাশট্যাগ চালু হয়েছে। পাশাপাশি বিশ্বনবীকে ভালোবাসি এমন হ্যাশট্যাগও চালু হয়েছে।
Abul kashem নামে এক ব্যবহারকারী তার আইডি থেকে লেখেন, আজ এই পরিস্থীতিতে যদি সামান্য প্রতিবাদ টুকু না জানাই, বিচারের দিনে কোন মুখে আমার নবীর কাছে শাফায়াত কামনা করবো?
তারপরই হ্যাশট্যাগ দিয়ে লেখেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুষমন।
এরপরেই সবগুলোতেই হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, গেট আউট ফ্রান্স অ্যাম্বাসেডর, উই লাভ ইসলাম, মাই প্রোফেট মাই অনার, উই লাভ মোহাম্মদ চ্যালেঞ্জ, উই লাভ মোহাম্মদ, উই ফলো মোহাম্মদ, মাই প্রোফেট মাই অনার, উই আর উম্মাহ অব মোহাম্মদ, ফর আওয়ার বিলাভড প্রোফেট, উই হেট ফ্রান্স প্রেসিডেন্ট, বয়কপ ফ্রান্স, বয়কট ফ্রান্স প্রোডাক্টস ও বিলাভড প্রোফেট মোহাম্মদ।
পরে আবুল বশার উজ্জ্বল,তানজিম হাসান, নেয়ামত উল্লাহ, আসাদুল্লাহ সহ অনেকেই একই হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট বক্সে তাদের প্রতিবাদ জানান। ফ্রান্সের সমর্থনে ভারতে হ্যাশট্যাগ চালু হয়েছে। ভারতীয়দের এমন কাজের প্রতিবাদ জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বেশি বেশি শেয়ার করে ভারতীয়দের এমন কাজের প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে শনিবার বিকালে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) এর উদ্দেশ্যে ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশের প্রতিবাদে ছারছীনা হযরত পীর সাহেব কেবলার নির্দেশক্রমে বড় শাহ সাহেব হুজুরের উপস্তিতে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন সাহেব (মাঃজিঃআঃ)।
মানববন্ধন করেছেন বাংলাদেশ জমিয়ত যুব ও ছাত্র হিজবুল্লাহ।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে নাজেমে আ'লা আলহাজ্ব হযরত মাওলানা নুরুর রহমান বেগ ছাহেব (মাঃজিঃআঃ)।
তারা ১।সংসদে নিন্দা প্রস্তাব।
২।ফ্রান্সের সকল পণ্য বর্জন করা।
৩।বাংলাদেশে ব্লাশফেমি আইন পাশ করা।
৪।সকল ইসলামী দলকে একসাথে বড় সমাবেশের আহবান জানান
এছাড়া ছারছীনা দরবারে হযরত
পীর সাহেব কেবলা মহানবীকে উদ্দেশ্য করে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ