-মোঃওহিদুজজামান।
----------------------------
ওগো -চাঁদ -তুমি
জোছনা লুকাও এই রাতে
আমার প্রিয়া লজ্জা পেতে পারে।।
এই রাতে দুজনে
রাখবো হাতে দুটি হাত
কথা দেবো দুজনে
হবে না কখনো সংঘাত।
তোমার আলোতে কেউ
দেখতে পাবে তারে।।
দুষ্টুমি করো না
দেখো না তুমি আমাদের
বন্ধু হয়ে যাও
ছবি তুলনা আদরের।
আর কেউ দেখলে
ঢুকতে দেবে না দ্বারে।।
-----------------------------
0 মন্তব্যসমূহ