প্রিয় জান্নাত,
জানো খুব ইচ্ছে ছিলো তোমার হাতটি ধরে কোনো এক শরতের বিকালে কাশবনে হাঁটবো।সন্ধ্যার ঠিক পূর্বে তোমার নিয়ে টিএসসির মোড়ে কোনো এক ফুচকাওয়ালার দোকানে ভিড় জমাবো।ফুচকার টক যখন মুখে দেবে তখন তোমার নিষ্পাপ বন্ধ চোখ দেখবো অপলকে।
আর সন্ধ্যার পর ব্যস্তময় শহরে নির্জন লাম্পপোস্টের নিয়ন আলোয় তোমার হাত টি ধরে হেঁটে যাব বহুদূর।
জানো আজ ইচ্ছে গুলো মরে গেছে।
জান্নাত,
জানো খুব ইচ্ছে ছিলো,
আমার দূর্দিন সুদিন সর্বদা তোমাকে পাবো।কিন্তু দেখো তুমি ছাড়া হেলেদুলে দিন তো ভালোয় যাচ্ছে।
হয়ত এই শিহাব নামক যুবকের জীবনে অন্য কোন এক জান্নাতের আমদানি হবে।
0 মন্তব্যসমূহ