মুজিব তুমি এসেছিলে বলে
আমাদের এই স্বাধীনতা।
তুমি ৭ই মার্চের ভাষণ দিয়েছিলে বলে
আমাদের এই বিজয়ী ছিনিয়ে আনা।
তুমি আলো পথ দেখিয়েছিলে
তাই আলোকিত হয়ে আমাদের এই পথ চলা।
তুমি প্রতিবাদি ভাষায় কখা বলতে শিখিয়েছিলে
তাই আমাদের এই সুন্দর ভাবে বেঁচে থাকা।
মুজিব তোমার শপথে
আমাদের এই দেশ গড়া।
0 মন্তব্যসমূহ