লেখিকা -সুলতানা নাসরিন
বিশেষ প্রতিনিধি মংলা উপজেলা
আনমনে বসে আমি পুকুরের কোনে,
ভাবছি দূর আকাশের চাঁদটা কেমন জোছনা ছড়ায়।
প্রশ্ন করলাম তাকে???
কেন সে অন্ধকারে থাকে.
বললো আমায় শোনো তবে একটা কথা বলি,
আদেশ দিছে ঐ বিধাতা তার নিয়ম মেনে চলি।
তাকিয়ে আমি তার দিকে,
অবাক করা চোখে,
কেমন করে স্বপ্নপুরী মায়ায় বেঁধে রাখে।
বললাম আমি হ্যাঁ গো হে চাঁদ
তোমার নিজের নাকি নেই তো কোন আলো
রাগটি করে বললো!
তোমাদের জন্য করি তবু এমন করো
তবে দেখ আমাবস্যায় আধার কেমন কালো।
অন্ধকারে ঢাকলো পৃথিবী,
লাগছে অনেক ভয়,
এমন সময় চাঁদ বললো
দেখ মেয়ে এখন কেমন হয়।
চাঁদ বললো বিধাতাকে বড্ড ভালবাসি
তার জন্য রাগ ভেঙে বার বার ফিরে আসি....।
0 মন্তব্যসমূহ