রাজিবুল রেজোয়ান
=-=-=-=-=-=-=-=-=-=-=
মাঝরাতে ভেঙ্গে গেল ঘুম
খুলে দিলাম দক্ষিণ বাতায়ন।
চোখ পড়ল দিগন্ত জোড়া গগনেরও পানে,,
সেথায় আছে তারার মেলা
চন্দ্র আছে সাথে।
চন্দ্র দিয়াছে উজাড় করিয়া
ধরনিতে তার আলো।
প্রকৃতি সেজেছে অপরুপ রুপে,
আলোয় আলোকিত।
দক্ষিণা মলয়ে বৃক্ষের দোলায়
প্রকৃতি মেলায় তাল,,,
ঝিঝি পোকারা গানে মাতোয়ারা,
ঝোপে জোনাকির আলো-আধারি খেলায়,,,
স্নিগ্ধ ধরনিতল।
ফিরে চাইলাম গগন পানে,
লক্ষ তারার মেলায়,,,,
বিষ্মিত করে তারকারাজি সব,
জ্যামিতিক আর্টে সেজে।
চন্দ্রপানে চাহিয়া দেখি,
সে বড় একলা,,,,,,,,,,,,
আপন আলোয় জ্বলেনা সে,
ইহাই কী তার ব্যাথা?
নিঝুম রাতের প্রকৃতি দেখে ,,,,,,,,,
তৃপ্ত মোর আত্না।
কী অপরুপ সাজিয়েছ তুমি,
এই বসুন্ধরা।।
0 মন্তব্যসমূহ