রুকাইয়া সুলতানা তিশা, স্টাফ রিপোর্টারঃ
মোবাইল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করে এমন মানুষ নেই। মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বস্তু। শহর ও গ্রাম সব জায়গার মানুষই এখন মোবাইল ব্যবহার করে। আসুন আজ আমরা জানি, কোন দেশে কতটা মোবাইল ব্যবহারীত হয় সেই সম্পর্কে জানি।
বিশ্বের সব থেকে বেশি মোবাইল ব্যবহারীত হয় চায়না। সেখানে মোবাইল ব্যবহারের সংখ্যা ১.৩ বিলিয়ন।
বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ইন্ডিয়া।যেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১.১৭ বিলিয়ন। ভারতের ভোডাফোন আইডিয়া জানান পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল ব্যবহারের সংখ্যা ৩২৭ বিলিয়ন।এখানে প্রাপ্তবয়স্করা বেশি মোবাইল ব্যবহার করে থাকে।২০১১ সালের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ৩৫%বেশি।
মোবাইল ব্যবহার করে সংখ্যার দিক দিয়ে ব্রাজিল চতুর্থ। সেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ২৮৪মিলিয়ন।ব্রাজিলের বৃহত্তম টেলিযোগাযোগ সংস্থা ভিভো।
বিশ্বের পঞ্চম স্থান দখল করে আছে রাশিয়া। রাশিয়ায় এ সংখ্যা২৫৬ মিলিয়ন।রাশিয়ায় বর্তমানে চারটি বড় টেলিযোগাযোগ সরবরাহকারী রয়েছে: এমটিএস, বেলাইন, মেগাফোন এবং টেলি 2।
মোবাইল ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অষ্টম। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৫৭,০৪৮,০০০। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির টেলিযোগাযোগ ব্যবহৃত হয়। তবে স্যামসাং, অপ্পো, শাওমি এবং রিয়েল মি বাজারে সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে।
0 মন্তব্যসমূহ