রোকেয়া খাতুন মাহি,বিশেষ প্রতিনিধি(রূপসা উপজেলা)
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা সম্ভব। এদেশকে পাকিস্তানি দোষরদের হাত থেকে রক্ষা করেছিলো যুবক বাহিনী। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুবকরা এগিয়ে এসেছিলো বলেই মাত্র নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এ কারনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুব সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার্য।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর মজিদ ফকির,আল মামুন সরকার, এসএম হাবিব,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,আব্দুর রাজ্জাক,যুবনেতা বাদশা মিয়া শাহনেওয়াজ কবীর টিংকু, যুব সংগঠক অলোক দাস, চিত্ত রন্জ্ঞন সেন,যুব সংগঠক তারিকুল ইসলাম,আবির খান, উর্মি ফারজানা,সুরাইয়া ইয়াসমিন,রোকেয়া খাতুন মাহি,আফরোজা আক্তার প্রমুখ।
0 মন্তব্যসমূহ